পুলওয়ামা কাণ্ডের পর পাকিস্তানের অধিকৃত কাশ্মীরের ভিতরে ঢুকে বোমাবর্ষণ চালায় ভারতের যুদ্ধবিমান 'মিরাজ ২০০০'। ভারতের প্রত্যাঘাতের ২৪ ঘণ্টা পর ভারতের আকাশসীমা লঙ্ঘন করে পাকিস্তানি যুদ্ধবিমান। এর মধ্যে গত বুধবার কাশ্মীরে আকাশ সীমানা লঙ্ঘন করায় ভারতের দুইটি যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তানের সেনাবাহিনী। এসময় ভারতীয় এক পাইলটকে আটকও করে পাকিস্তান। ফলে প্রতিবেশী দেশ দুটির মধ্যে যুদ্ধযুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে।
তবে ভারতীয় সেই পাইলটকে আজ শুক্রবার মুক্তি দেওয়ার ঘোষণা দিয়ে আলোচনার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। কিন্তু পাকিস্তানের সঙ্গে এখনই আলোচনায় প্রস্তুত নয় বলে জানিয়েছে ভারত।
সন্ত্রাসের বিরুদ্ধে দ্রুত গ্রহণযোগ্য ব্যবস্থা নিলেই কেবল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরানের খানের সঙ্গে আলোচনায় বসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার নয়াদিল্লির শীর্ষ কর্মকর্তারা এ তথ্য জানান।
এর আগে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বলেন- ভারতের প্রধানমন্ত্রী রাজি থাকলে তাকে শান্তি আলোচনার প্রস্তাব দিতে প্রস্তুত পাকিস্তানের প্রধানমন্ত্রী। জবাবে ভারত আরও জানায়, তাদের পাইলটকে মুক্তি দেয়া হলেও, শীর্ষ পর্যায়ের বৈঠকের পূর্বশর্ত; পাকিস্তান থেকে যেসব সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে দেশটির প্রধানমন্ত্রীকে তার তদন্ত করতে হবে।
এদিকে, ভারতীয় পাইলটের মুক্তির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। নয়াদিল্লিকে দেয়া ইসলামাবাদের শান্তি আলোচনার প্রস্তাবকে ইতিবাচক বলছে তুরস্ক। আর মোদি-ইমরান বৈঠকের ওপর গুরুত্বারোপ করেছে সংযুক্ত আরব আমিরাত।
বিডি প্রতিদিন/এনায়েত করিম