ঘুষ, প্রতারণা ও অবৈধভাবে ক্ষমতার ব্যবহারের দুটি পৃথক মামলায় দোষী প্রমাণিত হচ্ছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ। এতে চলতি বছরের এপ্রিলে অনুষ্ঠিতব্য নির্বাচনের আগে এটা তার জন্য বড় ধাক্কা হিসেবে মনে করা হচ্ছে।
দেশটির প্রধান আইনজীবী বৃহস্পতিবার একথা জানান। তিনি মনে করেন, নির্বাচনের আগে নেতানিয়াহুর জন্য এটি হবে বড় ধাক্কা। প্রধানমন্ত্রী সম্ভবত এই ঘটনায় দোষী প্রমাণিত হতে যাচ্ছেন।
এদিকে ইসরাইল পুলিশ জানিয়েছে, দুটি পৃথক মামলায় নেতানিয়াহুর বিরুদ্ধে যথেষ্ট তথ্যপ্রমাণ তাদের হাতে রয়েছে। অস্ট্রেলিয়ান ধনকুবের জেমস প্যাকারের কাছ থেকেও ‘উপহার’ গ্রহণের অভিযোগে অভিযুক্ত হতে পারেন নেতানিয়াহু।
নেতানিয়াহুর বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগ, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত কয়েকজনের কাছ থেকে অন্তত ২ লাখ ৮৩ হাজার ডলার মূল্যের ‘উপহার’ গ্রহণ করেছেন। এদের মধ্যে অন্যতম হলেন চলচ্চিত্র প্রযোজক মিলচ্যান। জেরুজালেম পোস্টের এক খবরে বলা হয়, উপহারগুলোর বেশির ভাগ ছিল শ্যাম্পেন ও সিগার।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন