ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান তীব্র উত্তেজনা প্রশমনে দু’দেশের মধ্যে আলোচনায় মধ্যস্থতা করতে রাজি আছে রাশিয়া। প্রতিদ্বন্দ্বী দু’টি দেশের মধ্যে সীমান্ত সংঘর্ষ এবং একটি সর্বাত্মক যুদ্ধের হুমকির মুখে মস্কো এ প্রস্তাব দিল।
বৃহস্পতিবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে এ প্রস্তাব দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
পাক-ভারত উত্তেজনা নিরসনে রাশিয়া মধ্যস্থতা করবে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ল্যাভরভ বলেন, তারা যদি চায় তাহলে অবশ্যই তা করবে রাশিয়া।
এর আগে বুধবার চীনে অনুষ্ঠিত একটি সম্মেলনের অবকাশে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে কথা বলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমে আসবে বলে ওই সাক্ষাতের পর ল্যাভরভ আশা প্রকাশ করেন।
কাশ্মীরের পুলওমায় জঙ্গি হামলার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। জঙ্গি হামলার প্রতিশোধ নিতে ভারত নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে পাকিস্তান ভূ-খণ্ডে আক্রমণ করে। এসময় ভারতীয় বিমান বাহিনীর দুটি যুদ্ধবিমান ভূপাতিত করে এক পাইলটকে পাকিস্তান আটক করে। এরপর দু'দেশের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন