পাকিস্তানে আটক ভারতীয় পাইলট অভি নন্দন বর্তমানকে দেশের গর্ব বললেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ কন্যাকুমারীর সভায় মোদি বলেন, 'দেশের গর্ব উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। তামিলনাড়ুর বাসিন্দা অভিনন্দন। এর জন্য এরাজ্যের গর্ব হওয়া উচিত। পাশাপাশি দেশকে প্রথম নারী প্রতিরক্ষা মন্ত্রী দিয়েছে এরাজ্যে। এর জন্যও দেশকে গর্বিত করেছে তামিলনাড়ু।'
কাশ্মীর ও সীমান্ত সন্ত্রাসের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী মোদি বলেন, বহু দিন ধরে ভারত সন্ত্রাসের শিকার। কিন্তু অতীতের সঙ্গে বর্তমানের একটা বড় পার্থক্য রয়েছে। ভারত আর কোনওভাবেই সন্ত্রাসের সামনে মাথা নত করবে না। দেশ এখন সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে বদ্ধপরিকর। কিন্তু দেশের কিছু রাজনৈতিক দল রয়েছে যারা মোদির বিরোধিতা করতে গিয়ে সেনাবাহিনীর ক্ষমতাকে সন্দেহ করছে।
উরি হামলার ঘটনা মনে করিয়ে দিয়ে মোদি বলেন, উরি হামলার পর দেশবাসী দেখেছিল আমাদের সাহসী সেনারা কী করতে পারে। পুলওয়ামা হামলা হল। আপনারা দেখলেন আমাদের বায়ুসেনার ক্ষমতা কতটা। ২০০৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত দেশে একাধিক জঙ্গি হামলা হয়েছে। দেশের মানুষ আশা করেছে হামলার মূল চক্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। কিন্তু কিছুই হয়নি। এবার সেই অবস্থার বদল হয়েছে।
সূত্র: জি নিউজ
বিডি প্রতিদিন/হিমেল