পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত ভারত-পাকিস্তান সীমান্ত। তারই জের ধরে পাকিস্তান তাদের আকাশসীমা ৪ মার্চ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে বিশেষ ব্যবস্থাপনায় কিছু নির্দিষ্ট ফ্লাইট শুক্রবার থেকে চালু করেছে তারা।
পাকিস্তানের বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ (সিএএ) দুপুরে এক নোট্যামে (নোট ফর এয়ারম্যান) এই সিদ্ধান্তের কথা জানায়।
এ ব্যাপারে নোট্যামে বলা হয়, পরিস্থিতি বিবেচনায় ৪ মার্চ দুপুর ১টা পর্যন্ত পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকবে। তবে করাচি, পেশোয়ার, কোয়েটা ও ইসলামাবাদ অভিমুখী বা বহির্গামী কিছু ফ্লাইট বিশেষ ব্যবস্থাপনায় চলবে।
দেশটির আকাশসীমা বন্ধের ফলে বিশ্ববাসীর আকাশ চলাচলেও ধাক্কা লেগেছে। ইউরোপ ও মধ্যপ্রাচ্য থেকে চীনসহ পূর্ব-দক্ষিণ এশিয়ার ফ্লাইটগুলো সাধারণত ভারত-পাকিস্তান সীমান্তের ওপর দিয়ে উড়লেও এয়ারলাইন্সগুলোকে এখন রুট বদল করতে হচ্ছে। কোনো কোনো এয়ারলাইন্স ফ্লাইটও বাতিল করছে বারবার।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ