উত্তেজনা বিরাজ করছে ভারত-পাকিস্তান সীমান্তে। এরইমধ্যে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের কুপওয়ারা জেলায় ‘সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে’ দেশটির নিরাপত্তা বাহিনীর চার সদস্য নিহত হয়েছেন।
শুক্রবার নিরাপত্তা বাহিনীর অভিযান চলাকালে এই ‘বন্দুকযুদ্ধ’ হয়। এতে আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
কুপওয়ারা পুলিশের একটি সূত্র জানায়, বিশেষায়িত বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) ও পুলিশ মিলে একটি এলাকায় যৌথ অভিযানে গেলে সন্ত্রাসীরা বেরিয়ে নির্বিচারে গুলি ছুড়তে থাকে। এসময় সিআরপিএফের এক পরিদর্শক, এক জওয়ান এবং দুই পুলিশ সদস্য নিহত হন। আহত হন আরও কয়েকজন।
একইদিন সকালে কাশ্মীরেই আরেকটি ‘বন্দুকযুদ্ধে’ দুই সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানায় নিরাপত্তা বাহিনী।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ