উদ্যোক্তা, উদ্ভাবক এবং বিনিয়োগকারীদের ১০ বছরের জন্য প্রাথমিকভাবে ভিসা দেয়া হবে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। সোমবার আমিরাতের মন্ত্রীসভায় সিদ্ধান্ত হয়েছে, উদ্যোক্তা, উদ্ভাবক এবং বিনিয়োগকারীদের ১০ বছরের জন্য প্রাথমিকভাবে ভিসা দেয়া হবে।
সরকারিভাবে আরও জানানো হয়েছে, শিগগিরই সংযুক্ত আরব আমিরাতের রেসিডেন্সি বিভাগ আবেদন গ্রহণ করা শুরু করবে। সংযুক্ত আরব আমিরাত বরাবরই মেধার মূল্যায়ন করে এবং ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার