‘বোমা হুমকি’ সংক্রান্ত নোট পাওয়ার পর রাশিয়ান একটি যাত্রীবাহী বিমান ২২৫ আরোহী নিয়ে জরুরি অবতরণ করেছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে।
এ ব্যাপারে বিমানের এক মুখপাত্র জানান, প্লেনের ক্রু’রা ভেতরে বোমা থাকার নোট পান। এরপর পরীক্ষা-নিরীক্ষার জন্য ফ্লাইটি নিকটবর্তী বিমান বন্দরে অবতরণের কথা বলা হয়।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, সোমবার বাহারাইন থেকে মস্কোর পথে স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় উড়াল দেয় ‘উড়াল দেয় এয়ারলাইন্স’র ‘ইউ৬১১১৬’ ফ্লাইটটি। কিছুক্ষণ পর এর ক্রু’রা ফ্লাইটের ভেতরে ‘বোমা থাকার’ নোট দেখতে পান। বিষয়টি দ্রুত পাইলটকে জানানো হলে ফ্লাইটটি আজারবাইজানের রাজধানী বাকুর একটি বিমানবন্দরে জরুরি অবতরণ করা হয়।
যাত্রীরা সবাই নিরাপদে রয়েছেন। তাদের সবাইকে প্লেন থেকে বের করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ