আফগানিস্তানে তালেবানবিরোধী এক সামরিক অভিযানে অন্তত ৩১ তালেবান সদস্য নিহত হয়েছেন। সামরিক বাহিনীর ২৪ ঘণ্টার অভিযানে এসময় আরো অনেকে আহত হয়েছেন।
বুধবার দেশটির সরকারি কর্মকর্তারা এ তথ্য জানান। তবে এখন পর্যন্ত সরকারি বাহিনীর অভিযানের বিষয়ে কোনো মন্তব্য করেনি তালেবান।
দেশটির উত্তর কুন্দুজপ্রদেশের খানাবাদ জেলায় জঙ্গিদের বিরুদ্ধে বিমান হামলা চালালে আট তালেবান নিহত ও তিনজন আহত হন বলে জানান জেলার গভর্নর হায়াতুল্লাহ আমিরি।
সারাদিন পশ্চিম ফারাহপ্রদেশে এই অভিযানে গ্রুপ কমান্ডার মোল্লা হেলালসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন।
এ ছাড়া দেশটির সামরিক বাহিনীর অভিযানে দক্ষিণ কান্দাহারপ্রদেশে আরো সাত জঙ্গি নিহত ও ১৫ জন আহত হয়েছেন বলে জানান সেনাবাহিনীর মুখপাত্র সাদিক এইসা।
এ অভিযানে দক্ষিণ হেলমান্দপ্রদেশের নহর-ই-সারজ জেলায় স্থল ও বিমান হামলায় ১১ জন জঙ্গি নিহত, চারজন আহত হয়েছেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন