ভারতের ভেতরে ঢোকার চেষ্টা করেও সফল হয়নি পাকিস্তানের দুটি এফ-১৬ যুদ্ধবিমান। ব্যাপারটি বুঝতে পেরে পাল্টা তাড়া করে ভারতীয় বিমান বাহিনীর সুখোই-এমকেআই ও মিরাজ যুদ্ধবিমান। আর সেই তাড়া খেয়ে ফিরে যায় পাকিস্তানের ওই দুই যুদ্ধবিমান। সোমবার স্থানীয় সময় ভোরের দিকে পাঞ্জাবের খেমখারান সেক্টরে এ ঘটনা ঘটেছে। খবর এনডিটিভি'র।
খবরে বলা হয়, ঘটনার সূত্রপাত হয় একটি পাকিস্তানি ড্রোন ভারতের আকাশসীমায় ঢুকে পড়াকে কেন্দ্র করে। পাক ওই ড্রোন ভারতীয় আকাশে প্রবেশের সঙ্গে দেশটির বিমানবাহিনী সুখোই এমকেআই ও মিরাজ যুদ্ধবিমান মোতায়েন করে। পরে ভারতীয় যুদ্ধবিমান দেখে ফিরে যায় ওই দুই পাক এফ-১৬ যুদ্ধবিমান।
এর আগে গত ২৭ ফেব্রুয়ারি কাশ্মীরে ভারতীয় সেনাছাউনি ধ্বংস করতে ঢুকে পড়েছিল পাকিস্তানি যুদ্ধবিমান। পরে যুদ্ধবিমান পাল্টাপাল্টি ভূপাতিত করার দাবি জানায় উভয় দেশ। ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে গ্রেফতার করে পাকিস্তান সেনাবাহিনী।
বিডি প্রতিদিন/হিমেল