ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে'র বিকল্প চারটি প্রস্তাবই প্রত্যাখ্যাত হওয়ায় ব্রেক্সিট চুক্তির ভবিষ্যত নিয়ে দেখা দিয়েছে এক ধরনের অনিশ্চয়তা। এদিকে আগামী ১২ই এপ্রিলের মধ্যে ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার কথা রয়েছে।
ব্রেক্সিট চুক্তি বাস্তবায়নে আগের সব প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ার পর ব্রেক্সিটের পরবর্তী প্রক্রিয়ায় সম্মত হতেও ব্যর্থ ব্রিটিশ আইনপ্রণেতারা। সোমবার পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটে থেরেসা মে'র বিকল্প চারটি প্রস্তাবই প্রত্যাখ্যান করেন ব্রিটিশ আইনপ্রণেতারা। এ অবস্থায় নতুন করে আরো অনিশ্চয়তায় পড়লো ব্রেক্সিট চুক্তি।
এর আগে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হতে পার্লামেন্টে তিন বার ইইউ'র সঙ্গে থেরেসা মে'র সমঝোতা চুক্তি প্রত্যাখ্যাত হয়। চুক্তি না হলে আগামী ১২ই এপ্রিলের মধ্যে ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার কথা রয়েছে। এই সময়ের মধ্যে থেরেসা মে'কে ইইউ'র কাছে সময় চাইতে হবে, না হয় চুক্তি ছাড়াই বের হতে হবে ব্রিটেনকে।
এদিকে, চুক্তি প্রত্যাখানের পর প্রধানমন্ত্রীকে পদত্যাগ করে নতুন নির্বাচন ঘোষণার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা জেরেমি করবিন ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন