ইতালির সার্দিনিয়া উপকূলে ঢেউয়ের সঙ্গে ভেসে এসেছে একটি অন্তস্বত্ত্বা মৃত তিমি। গত সপ্তাহে ভেসে আসা মৃত সেই তিমির পেটে ২২ কেজি প্লাস্টিক পাওয়া গেছে। ইতালির পরিবেশ মন্ত্রী সার্জিও কস্টা এ তথ্য জানিয়েছেন। ফেসবুকে তিনি লিখেছেন, এখনো কি কেউ বলবেন, এটা তেমন গুরুতর সমস্যা নয়?
তিমিটির দৈর্ঘ্য ছিল ২৬ ফুট। তিমির পেটে ছিল প্লাস্টিকের প্লেট, আবর্জনার থলে, মাছ ধরার জাল, টিউব, ওয়াশিং মেশিন লিকুইডের ব্যাগ যার মধ্যে ব্রান্ডের নাম ও বারকোডও ছিল, এছাড়াও আরও অনেক কিছু ছিল তা চিহ্নিত করা যায়নি।
তিমিটির পেটে অপুষ্টিতে আক্রান্ত মৃত একটি ভ্রুণ ছিল। পেটে প্রচুর প্লাস্টিক থাকায় এটা হয়েছিল। এর আগে, গত মাসে ফিলিপাইনে একটি তিমির পেটে ৪০ কেজি প্লাস্টিক পাওয়া গিয়েছিল।
সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/ফারজানা