ব্রেক্সিট ইস্যুতে বারবার হোঁচট খাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে। যদিও ব্রেক্সিট নিয়ে মে’র প্রস্তাব আগেই বাতিল হয়ে গেছে। তারপরও এই ইস্যুতে বিকল্প প্রস্তাব দিয়ে যাচ্ছেন তিনি।
এবার মে’র বিকল্প ৪টি প্রস্তাব নিয়েও সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়েছেন ব্রিটিশ এমপিরা।
স্থানীয় সময় সোমবার রাতে পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমন্সে কাস্টমস ইউনিয়ন এবং নরওয়ে পদ্ধতির ব্যবস্থাপনায় ব্রিটেনকে একক বাজার ব্যবস্থায় রাখাসহ চারটি বিকল্প প্রস্তাবের ওপর ভোট হয়। কিন্তু সেই ভোটে একটি প্রস্তাবও সংখ্যাগরিষ্ঠতা পায়নি।
এ বিষয়ে মে'র নেতৃত্বে মন্ত্রিসভায় বৈঠক হবে। ব্রেক্সিটের জন্য পরবর্তী পদক্ষেপ কি হবে সে বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন। আগামী ১২ এপ্রিল ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার কথা রয়েছে ব্রিটেনের। কিন্তু তার আগে ব্রেক্সিট ইস্যুতে কোনও প্রস্তাবের পক্ষেই এখনও সঠিক কোনও সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/কালাম