আগামী মে মাসেই ইরানের ওপর আরোপ হচ্ছে নতুন মার্কিন নিষেধাজ্ঞা। এবারের নিষেধাজ্ঞার আওতায় থাকছে ইতোপূর্বে ইরানের অর্থনীতির যেসব খাত ক্ষতিগ্রস্ত হয়নি সেগুলো।
সোমবার ট্রাম্প প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের।
২০১৫ সালের ইরান চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে আসার বর্ষপূর্তিতে নতুন এ নিষেধাজ্ঞা আরোপ করতে চাইছে মার্কিন কর্তৃপক্ষ। ২০১৮ সালের মে মাসে এ চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিডি প্রতিদিন/কালাম