ভারতের লোকসভা নির্বাচন আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ লক্ষ্যে ইশতেহার ঘোষণা করেছে দেশটির অন্যতম বিরোধী দল কংগ্রেস। মঙ্গলবার নয়াদিল্লির আকবর রোডে দলের প্রধান কার্যালয়ে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে দলীয় ইশতেহার ঘোষণা করেন দলীয় সভাপতি রাহুল গান্ধী। দেশের প্রধান সমস্যাগুলো সমাধানের কথা মাথায় রেখেই এই ইশতেহার প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী জানিয়েছেন, নির্বাচনে কংগ্রেস ক্ষমতায় গেলে দেশটির গরিবদের প্রত্যেকের অ্যাকাউন্টে বছরে সরাসরি ৭২ হাজার রুপি এবং ২২ লাখ শূন্যপদে চাকরি দেয়া হবে।
এই ইশতেহার প্রকাশের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনিয়া গান্ধী, সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংহ এবং প্রিয়াঙ্কা গান্ধীসহ দলটির অন্যান্য কেন্দ্রীয় নেতা।
ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়, গত পাঁচ বছরে কর্মসংস্থান, কৃষি ও নারীদের সুরক্ষায় পিছিয়েছে ভারত। তাই ক্ষমতায় এলে দেশের ২২ লাখ সরকারি শূন্যপদে চাকরি দেয়া হবে বলে প্রতিশ্রুতি দেন রাহুল। পাশাপাশি ন্যায় প্রকল্পের মাধ্যমে দেশের গরিবদের প্রত্যেকের অ্যাকাউন্টে বছরে ৭২ হাজার রুপি দেয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
রাহুল জানান, এই প্রকল্পের মাধ্যমে দেশের গরিব এবং কৃষকরা পাঁচ বছরে তিন লাখ ৬০ হাজার রুপি পর্যন্ত পেতে পারেন। এর ফলে উপকৃত হবে দেশের প্রায় পাঁচ কোটি দরিদ্র মানুষ। কৃষকরা কৃষিঋণ শোধ করতে না পারলে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা হবে না। তাদের নিয়ে আসা হবে দেওয়ানি মামলার আওতায়।
এই অনুষ্ঠানে মনমোহন সিংহ জানান, দেশের বিভিন্ন স্তরের মানুষকে উন্নয়নের অংশীদার করতে এবং দেশের অর্থনীতিকে চাঙ্গা করার লক্ষ্যে এই ইশতেহার। কংগ্রেসের এই বক্তব্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়ার দায়িত্ব এবার কংগ্রেস কর্মীদের।
বিডি প্রতিদিন/এনায়েত করিম