রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘এস ফোর হান্ড্রেড’ না কেনার জন্য আবারো তুরস্ককে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।
ওয়াশিংটনের আহ্বান উপেক্ষা করে রাশিয়ার কাছ থেকে অস্ত্র কিনলে, আঙ্কারাকে ‘এফ থার্টি ফাইভ’ মার্কিন যুদ্ধ বিমান হস্তান্তর করবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।
তবে, এমন হুঁশিয়ারিকে উড়িয়ে দিয়ে মস্কোর কাছ থেকে বিমান বিধ্বংসী ‘এস-ফোর হান্ড্রেড’ কিনবে বলে সাফ জানিয়ে দিয়েছেন তুর্কি ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতে।
রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর হানড্রেড কিনতে তুরস্কের সঙ্গে মস্কোর যে চুক্তি হয়েছে, তা নিয়ে আঙ্কারাকে বারবার সতর্ক করে আসছে যুক্তরাষ্ট্র। এস ফোর হানড্রেড না কিনতে এ নিয়ে দীর্ঘ দিন ধরে দুদেশের মধ্যে চলছে বাকযুদ্ধ।
বিমান বিধ্বংসী মিসাইল এস ফোর হানড্রেড প্রযুক্তি কেনা নিয়ে আবারো তর্কে জড়লো ওয়াশিংটন-আঙ্কারা। বুধবার ন্যাটোর ৭০তম বর্ষপূর্তিতে যোগ দিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স আঙ্কারাকে সতর্ক করে বলেন, মিসাইল কিনলে ন্যাটো ত্যাগ করার জন্য প্রস্তুত থাকবে হবে তুরস্ককে।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেন, ‘তুরস্ক কি ইতিহাসের সবচেয়ে সফল সামরিক জোটের গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে থাকতে চায়, নাকি দায়িত্বহীন সিদ্ধান্ত নিয়ে সেই অংশীদারিত্বের সম্পর্ককে ঝুঁকিতে ফেলতে চায়, যা আমাদের জোটকে খাটো করবে? তাদের এ ধরনের আত্মঘাতি সিদ্ধান্ত ন্যাটো জোটের জন্য হুমকি হয়ে দাড়াবে। এ বিষয়ে পেন্টাগন স্পষ্ট করে দিয়েছে যে, এস ফোর হানড্রেড ক্রয় করলে, মার্কিন এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান চুক্তি বাতিল হবে, সেই সঙ্গে তুরস্ক ক্ষতিগ্রস্তও হবে।’
তবে রাশিয়ার কাছ থেকে এস-ফোর হান্ড্রেড কেনার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তুর্কি ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওয়াকেত।
এক টুইটার বার্তায় তিনি জানান, ‘যুক্তরাষ্ট্র সন্ত্রাসীদের মদদদাতা। তুরস্ক এবং সন্ত্রাসীর মধ্যে যুক্তরাষ্ট্রকে যে কোনো একটিকে বেছে নিতে হবে।’
ওই চুক্তি বাতিল করা কোনোভাবেই সম্ভব নয় বলেও সাফ জানিয়ে দেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভৌসুল।
এমন অবস্থায় জোট সদস্যদের মধ্যে চলমান দুরত্ব ঘোচানোর আহ্বান জানিয়েছেন ন্যাটো প্রধান জেন্স স্ট্যোলটেনবার্গ।
ন্যাটো প্রধান জেন্স স্ট্যোনটেনবার্গ বলেন, ‘ভবিষ্যতের কথা চিন্তা করে জোটের মধ্যে চলমান কোন্দাল অব্যশই মেটানো উচিত। কারণ আমাদেরকে ঐকবদ্ধ হয়ে আরো কাজ করতে হবে। বর্তমানে আমরা নজিরবিহীন সম্যসার সম্মুখীন হচ্ছি, যা কোনো দেশ একা মোকাবিলা করতে পারে না।’
যুক্তরাষ্ট্রের মতে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর হানড্রেড, মার্কিন এফ-থাট্রি ফাইভ যুদ্ধবিমানের জন্য হুমকি হতে পারে। এর প্রেক্ষিতে, ওয়াশিংটন অত্যাধুনিক এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান তুরস্কের কাছে বিক্রির প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেয়।
বিডি প্রতিদিন/০৪ এপ্রিল ২০১৯/আরাফাত