থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সেন্ট্রাল ওয়ার্ল্ড শপিং কমপ্লেক্সে আগুন লেগে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় বিকেল ৫টা ৪০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। এ দুর্ঘটনায় আরও ১৭ ব্যক্তি আহত হয়েছেন।
প্রাণে বাঁচতে বহুতল এ ভবন থেকে লাফিয়ে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার সময় অষ্টম তলা থেকে দু’জনকে লাফিয়ে পড়তে দেখেছেন তারা। পরে নিচে থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। ব্যাংকের মেয়র অশ্বিন কংমুয়াং ওই শপিং কমপ্লেক্স বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন।
সেন্ট্রাল ওয়ার্ল্ড তাদের ফেসবুক পোস্টে বলেছে, বিশ্বের অন্যতম বৃহৎ শপিং কমপ্লেক্স সেন্ট্রাল ওয়ার্ল্ডের অষ্টম তলায় আগুন লাগে যা এখন নিয়ন্ত্রণে রয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম