দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালত বৃহস্পতিবার গর্ভপাত নিষিদ্ধে কয়েক দশকের পুরনো আইনটি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
আদালতের বরাত দিয়ে বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, গর্ভপাত ঘটানো নারী ও চিকিৎসকদের অপরাধী হিসেবে চিহ্নিত করার আইনটি আগামী বছরের শেষ নাগাদ সংশোধিত হতে যাচ্ছে। ১৯৫৩ সালে ওই আইনটি করা হয়েছিল।
বিডি প্রতিদিন/এনায়েত করিম