বোমা বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের কোয়েট্টা শহর। শুক্রবার সকালে সবজি বাজারে এ বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণে এখনও পর্যন্ত ১৪ জনের নিহতের খবর পাওয়া গিয়েছে। আহতের সংখ্যা একাধিক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চাপা আতঙ্ক তৈরি হয়েছে গোটা বাজার এলাকায়।
জানা গেছে, এই সবজি বাজারে সকালে বেশিরভাগ মানুষ বাজার করতে আসেন। শুক্রবারে এখানে বেশি ভিড় হয়। সেই ভিড়কেই লক্ষ্য করা হয়েছিল বলে মনে করছে পাকিস্তানি প্রশাসন। তবে কে বা কারা এই বিস্ফোরণের পিছনে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।
গোটা বাজার এলাকা ঘিরে ফেলা হয়েছে। স্থানীয় মানুষজনকে ওখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বালুচিস্তানের অন্তর্গত হাজারিগঞ্জ এলাকার কোয়েট্টা শহরে এই বিস্ফোরণ ভাবিয়ে তুলেছে পাকিস্তানি প্রশাসনকে।
পুলিশ সূত্রে খবর, সকালের এই বিস্ফোরণে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা বহু। তাদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাজারের নিকটবর্তী একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর