ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী যেই নির্বাচিত হোক, লোকসভা নির্বাচনের পর তার প্রথম সাক্ষাৎ হবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে। সোমবার এই খবর দিয়েছে ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম টাইম অব ইন্ডিয়া।
আগামী ১৪ এবং ১৫ জুন চীনের সাংহাইয়ে কো-অপারেশন সামিট অনুষ্ঠিত হবে। যেখানে ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের প্রধানদের সঙ্গে বৈঠক করবেন। এখানেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে ভারতের পরবর্তী প্রধানমন্ত্রীর প্রথম বৈঠক হবে।
এ জন্য ক্ষমতায় আসার পরই পাকিস্তান বিষয়ে কূটনৈতিক দৃষ্টিভঙ্গি ঠিক করতে হবে নয়াদিল্লির।
চীনের সাংহাইয়ে ওই বৈঠক কতটা ফলপ্রসূ হবে, তা নির্ভর করবে পাকিস্তান বিষয়ে ভারতের বিদেশনীতির ওপর।
গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় ভারতীয় আধা-সামরিক বাহিনীর কনভয়ে ভয়াবহ হামলার পর পাকিস্তানের সঙ্গে অনেকটা যুদ্ধে জড়িয়ে গিয়েছিল ভারত। ২৬ ফেব্রুয়ারি পাকিস্তান সীমান্ত বালাকোটে ভারতের বিমান হামলায় বিচ্ছিন্নতাবাদী সংগঠন জইশ-ই-মোহাম্মদের ৩০০ জন নিহত হয়েছে বলে দাবি জানায় ভারত সরকার।
যদিও এ দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি নয়াদিল্লি। তবে এ ঘটনার পাল্টা জবাবে পাকিস্তানও ভারতের অভ্যন্তরে বোমা হামলা করে।
বিডি প্রতিদিন/১৫ এপ্রিল ২০১৯/আরাফাত