Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ২১ এপ্রিল, ২০১৯ ১৭:২১

শ্রীলঙ্কার গির্জায় ভয়াবহ হামলায় নিন্দা পোপ ফ্রান্সিসের

অনলাইন ডেস্ক

শ্রীলঙ্কার গির্জায় ভয়াবহ হামলায় নিন্দা পোপ ফ্রান্সিসের

ইস্টার সানডে তে শ্রীলঙ্কার বিভিন্ন শহরের গির্জায় ভয়াবহ বোমা হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন পোপ ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান পোপ ফ্রান্সিস। 

রবিবার ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারে জড়ো হওয়া দশ হাজারের বেশি মানুষের উদ্দেশে দেওয়া ইস্টার সানডে’র ভাষণে তিনি এ নিন্দা জানান। খবর বিবিসি ও রয়টার্সের।

পোপ ফ্রান্সিস বলেন, অত্যন্ত দুঃখ ও বেদনার সঙ্গে জানতে পারলাম আজকের ইস্টারের দিন শ্রীলঙ্কার গির্জা ও অন্যান্য স্থানে ভয়াবহ হামলা মানুষের জন্য শোক নিয়ে এসেছে। এই নৃশংস সহিংসতায় প্রার্থনায় জড়ো হওয়া এবং অন্যান্য নিহতদের প্রতি সমবেদনা জানাচ্ছি।

২০১৫ সালে শ্রীলঙ্কা পরিদর্শনে যাওয়া পোপ ফ্রান্সিস আরও বলেন, হামলার যারা মর্মান্তিকভাবে নিহত এবং আহত হয়েছেন আমি ঈশ্বরের কাছে তাদের জন্য প্রার্থনা করছি। আমি তাদের জন্যও প্রার্থনা করছি যারা এই ভয়াবহ ঘটনায় দুর্ভোগের শিকার হয়েছেন।

প্রসঙ্গত, শ্রীলঙ্কার রাজধানী কলম্বোসহ বিভিন্ন শহরের গির্জা ও হোটেলে ভয়াবহ সিরিজ বোমা হামলার ঘটনায় এখন পর্যন্ত শতাধিক নিহতের খবর পাওয়া গেছে।

বিডি-প্রতিদিন/২১ এপ্রিল, ২০১৯/মাহবুব


আপনার মন্তব্য