২০ আগস্ট, ২০১৯ ২১:০৮

কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক আদালতে যাচ্ছে পাকিস্তান

অনলাইন ডেস্ক

কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক আদালতে যাচ্ছে পাকিস্তান

প্রতীকী ছবি

কাশ্মীর বিবাদ নিয়ে এ বার আন্তর্জাতিক আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিল ইসলামাবাদ। আজ মঙ্গলবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। তিনি আরও বলেন, সব আইনি দিক বিচার করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলসহ নয়াদিল্লির সাম্প্রতিক পদক্ষেপের বিরোধিতা করে ইতিমধ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বিষয়টি উত্থাপন করেছিল ইসলামাবাদ ও বেজিং। কিন্তু কাশ্মীর যে ভারতের অভ্যন্তরীণ বিষয়, সে ব্যাপারে নিরাপত্তা পরিষদে পাল্টা প্রশ্ন তোলে নয়াদিল্লি। ফলে এ ব্যাপারে নিরাপত্তা পরিষদ শেষমেশ আর আলোচনায় যায়নি।

ভারতীয় কূটনীতিকদের মতে, নিজেদের মুখ বাঁচাতেই এখন আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথা বলছে ইসলামাবাদ। শেষ পর্যন্ত তারা তা করে কিনা, তা দেখার অপেক্ষাতেও থাকবে সাউথ ব্লক। খবর দ্য ওয়াল এর।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর