Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ২৩ আগস্ট, ২০১৯ ১৮:০৯
আপডেট : ২৩ আগস্ট, ২০১৯ ১৮:১৩

শিশু ও সংসদ সামলে নেটিজেনদের মন কাড়লেন স্পিকার (ভিডিও)

অনলাইন ডেস্ক

শিশু ও সংসদ সামলে নেটিজেনদের মন কাড়লেন স্পিকার (ভিডিও)

সংসদে বিতর্ক চলছে। সব পক্ষকে সামাল দিচ্ছেন স্পিকার। তারই মধ্যে তিনি আরও একটি কাজ সারলেন। আর মন জয় করে নিলেন নেটিজেনদের মন। বিতর্ক চলাকালীন স্পিকারের চেয়ারে বসেই এক সংসদ সদস্যের শিশুকে কোলে নিয়ে ফিডারে দুধ খাওয়ালেন তিনি। শিশুটি এক আইনপ্রণেতা সাংসদের। স্পিকার নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই ছবি পোস্ট করে ভাইরাল হয়েছেন। ঘটনাটি ঘটেছে নিউজিল্যান্ডের পার্লামেন্টে। খবর এবিসি নিউজের।

জানা গেছে, নিউজিল্যান্ড সংসদের স্পিকার ট্রেভর মালার্ড। পার্লামেন্টের হাউ অব রিপ্রেজেন্টেটিভে বিতর্ক চলাকালীন তিনি ফিডারে করে দুধ খাওয়ালেন সংসদ সদস্য টামাটি কফির শিশুকে। সেই ছবি পোস্ট করে স্পিকার মালার্ড রসিকতার ছলে ক্যাপশনে লিখেছেন, সাধারণত স্পিকারের চেয়ার অফিসারদের নেতৃত্ব দিতে ব্যবহৃত হয়। আজ এক ভিআইপি আমার সঙ্গে এই চেয়ারে রয়েছে। পরিবারের নতুন নতুন সদস্যের জন্য অভিনন্দন টামাটি কফি এবং টিমকে। এর আগে, গত জুলাইতে পুত্রসন্তান জন্মের খবর দিয়েছিলেন ঐ সংসদ সদস্য। পিতৃত্বকালীন ছুটি শেষ করে বুধবার তিনি যোগ দেন সংসদের বিতর্কে। সঙ্গে নিয়ে যান তার দুধের শিশুকে।

(ভিডিও)

বিডি-প্রতিদিন/শফিক


আপনার মন্তব্য