২৩ আগস্ট, ২০১৯ ১৮:২৬

যুক্তরাষ্ট্রকে জবাব দিতে রাশিয়াও নিক্ষেপ করবে ক্ষেপণাস্ত্র

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রকে জবাব দিতে রাশিয়াও নিক্ষেপ করবে ক্ষেপণাস্ত্র

যুক্তরাষ্ট্রের ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাব দিতে রাশিয়াও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির সেনাবাহীনিকেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য প্রস্তুত থাকতে বলেছেন। খবর ইন্ডিপেন্ডেন্ট'র। 

গত সোমবার যুক্তরাষ্ট্র একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়, যার পাল্লা ৫০০ কিলোমিটারের (৩১০ মাইল) বেশি। এর প্রতিক্রিয়ায় ভ্লাদিমির পুতিন জানান, যুক্তরাষ্ট্রের কার্যকলাপে রাশিয়া নিষ্ফলভাবে দাঁড়িয়ে থাকতে পারে না। এদিকে যুক্তরাষ্ট্র বলেছে, তারা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নতুন ক্ষেপণাস্ত্র স্থাপন করবে।

এ বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্টে বলেন, ‘আমরা কখনই ধ্বংসাত্মক অস্ত্রের দৌঁড়ে অংশ নিতে চাইনি। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন দিকে যাচ্ছে। কারণ রাশিয়ার সীমান্তের নিকটবর্তী হওয়ায় এটি আমাদের মূল স্বার্থকে আক্রমণ করে।’


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর