সোনাজয়ী এক সাঁতারুকে দিনের পর দিন শ্লীলতাহানির অভিযোগ উঠল স্বয়ং কোচের বিরুদ্ধে। সেই সাঁতারু আবার নাবালিকা। প্রায় ৬ মাস ধরে এই ঘৃণ্য কাজটি করে গেছেন ওই কোচ। ঘটনাটি ঘটেছে ভারতের গোয়াতে।
দিনের পর দিন এই পরিস্থিতি আর সইতে পারছিল না মেয়েটি। অবশেষে বুধবার ফেসবুকে লাইভে এসে পুরো ঘটনাটি সামনে আনে সে। এ সময় সে তুলে ধরে গত ৬ মাসের বিভিষিকাময় অধ্যায়ের কথা। এরপরই সাড়া পড়ে যায় দেশজুড়ে।
জাতীয় স্তরে সোনাজয়ী ওই সাঁতারু অভিযোগ করে, প্রায় ৬ মাস আগে প্রশিক্ষণের জন্যে সে গোয়াতে গিয়েছিল। সেই সময়ই তার কোচ কুপ্রস্তাব দেওয়া থেকে শুরু করে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। নিষেধ সত্ত্বেও সেই প্রশিক্ষক তা কথা শুনত তো নাই, মাঝেমধ্যে হুমকিও দিত বলে অভিযোগ করেছে ওই কিশোরী।
অবশেষে বাড়ি ফিরে এসে ফেসবুক লাইভকে সেই ঘটনা প্রকাশ্যে আনার মাধ্যম হিসেবে বেছে নেয়। সেই সঙ্গে দেশটির হুগলির বাসিন্দা ওই নাবালিকা রিষড়া থানায় অভিযোগও জানিয়েছে। এ ব্যাপারে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।
সূত্র: কলকাতা২৪
বিডি প্রতিদিন/কালাম