নতুন করে নিষিদ্ধ ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ১৯৮৭ সালের শীতলযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার ইন্টারমেডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস (আইএনএফ) চুক্তি বাতিল হওয়ায় নতুন করে ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা দিয়েছে রাশিয়া।
বৃহস্পতিবার রাশিয়ার সুদূর প্রাচ্যের অর্থনৈতিক ফোরামে বক্তব্য রাখার সময় নতুন নিষিদ্ধ ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা দেন পুতিন।
নতুন করে অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কা জানিয়ে পুতিন বলেন, মস্কোর পক্ষ থেকে অস্ত্র প্রতিযোগিতা হ্রাসে যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানানো হলেও তারা কোনো সাড়া দেয়নি। বরং জাপান ও দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে যাচ্ছে, রাশিয়ার বিভিন্ন অংশ এসব ক্ষেপণাস্ত্রের আওতায় পড়বে।
এ সময় প্রেসিডেন্ট পুতিন বলেন, রাশিয়া এমন ক্ষেপণাস্ত্র তৈরি করবে যেগুলো শীতল-যুদ্ধের যুগের পারমাণবিক চুক্তির আওতায় নিষিদ্ধ ছিল। যা গত মাসে শেষ হয়েছে; তবে যুক্তরাষ্ট্র প্রথম না করলে মস্কো তাদেরটা মোতায়েন করবে না।
শুধু তাই নয়, গত মাসে যুক্তরাষ্ট্র ৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, নতুন করে এরকম একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও চালায়। আইএনএফ চুক্তিতে এ ধরনের ক্ষেপণাস্ত্র নিষিদ্ধ ছিল।
ওই চুক্তির আওতায় ৩১০ মাইল থেকে ৩ হাজার ৪০০ মাইল পাল্লার ক্ষেপণাস্ত্র নিষিদ্ধ ছিল। রাশিয়া ও যুক্তরাষ্ট্র স্বল্প সময়ের মধ্যে এ ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সংঘাতে জড়িয়ে পড়তে পারে। তা ঠেকাতেই ওই চুক্তি সম্পাদিত হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন