কাশ্মীরের সমর্থনে জনমত গঠন করতে গিয়ে বিদেশের মাটিতে ধাক্কা খেল পাকিস্তান। ইরানে পাক দূতাবাস থেকে ভারত বিরোধী ব্যানার খুলে নিল ইরান পুলিশ। গত ১৫ অগাস্ট পাকিস্তান ‘কাশ্মীর সলিডারিটি ডে’র সমর্থনে ব্যানার টাঙিয়েছিল উত্তর ইরানের মাশহাদে পাক দূতাবাসে। গভীর রাতে এসে ভারত বিরোধী সেই ব্যানার খুলে নেয় পুলিশ।
তেহরানের পক্ষ থেকে পাকিস্তানকে এনিয়ে সাফ জানানো হয়েছে, কোনও দেশের বিরুদ্ধে এই ধরনের ব্যানার টাঙানো কূটনীতির পরিপন্থী। এই ধরনের কাজকর্ম বরদাস্ত করবে না ইরান সরকার। পাশাপাশি পাল্টা প্রশ্ন তোলা হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। বলা হয়েছে, ইসলামাবাদে ইরানি দূতাবাসে আমরা যদি সৌদি আরব বিরোধী কোনও ব্যানার টাঙাই তাহলে কেমন হবে? পাকিস্তান কি তা মেনে নেবে? পাকিস্তান যেমন প্রতিবেশী দেশ তেমন ভারতও ইরানের কোনও শত্রু নয়।
এদিকে, ইসামাবাদেও বেশ কয়েকটি ভারত বিরোধী বিক্ষোভের আয়োজন করে পাকিস্তান। বিষয়টি তেহরানকে জানায় দিল্লি। কাশ্মীরের সমর্থনে একটি দাবিপত্রও ইরানের রাষ্ট্রদূতের হাতে তুলে দেওয়া হয়।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ