ব্রিটেনের প্রধানমন্ত্রী বোরিস জনসন আগামী ৩১ অক্টোবরের মধ্যে কোন শর্ত ছাড়া ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসার বিষয়ে যে প্রচেষ্টা চালাচ্ছেন তার বিরুদ্ধে যে সংসদে আইন প্রস্তাব আনা হয়েছে। আর ব্রিটেনের রানী এলিজাবেথ তার প্রতি সমর্থন ব্যক্ত করেছেন।
এই পদক্ষেপ কে বলা হয় রাজ সমর্থন। কোন চুক্তি ছাড়া ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক চ্ছেদ বা ব্রেক্সিটের বিরুদ্ধে গত সপ্তাহে সংসদে, প্রস্তাব পাশ হওয়ার পর রানী এলিজাবেথ রাজ সমর্থন দেন।
এদিকে, চুক্তি ছাড়াই ব্রেক্সিট কার্যকরের সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসতে বাধ্য করতে শুক্রবার একটি বিল পাশ করেছে ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ লর্ডসভা।
উল্লেখ্য, ব্রেক্সিট পেছাতে এর আগেও গত ২৯ মার্চ ইইউর কাছে আবেদন করে ব্রিটেন। সে অনুযায়ী ব্রেক্সিট কার্যকরে ৩১ অক্টোবর পর্যন্ত সময় দেয় ইইউ।
ব্রেক্সিট কার্যকরে একটি চুক্তি ব্রিটিশ আইনসভায় পাশ করাতে ব্যর্থ হওয়ায় শেষ পর্যন্ত সোবেক প্রধানমন্ত্রী থেরেসা মে’কে সরে যেতে হয়েছিল। এরপরই বরিস জনসন ক্ষমতায় এসে ব্রেক্সিট সফলের ব্যাপারে নিজের শক্ত অবস্থান ব্যক্ত করেন।
কিন্তু, বিরোধী দল ও নিজ দলের কিছু এমপিদের চাপে শেষ পর্যন্ত চুক্তিহীন ব্রেক্সিট কার্যকরে ব্যর্থতার দিকেই যাচ্ছেন তিনি। সূত্র: ভয়েস অব আমেরিকা
বিডি প্রতিদিন/আরাফাত