কাশ্মীরের কেরান সেক্টরে গত মাসে গোলাগুলির ঘটনায় পাকিস্তান বর্ডার অ্যাকশন টিমের (ব্যাট) পাঁচ সদস্য নিহত হয়েছে বলে দাবি ভারতের। নিহত সেনাদের মরদেহ এখনও সীমান্তেই পড়ে রয়েছে। সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করে এমন দাবি করছে ভারত।
ভারতীয় টেলিভিশন চ্যানেল এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, অনুপ্রবেশের চেষ্টাকালে গত মাসের প্রথম সপ্তাহে কাশ্মীরের কেরান সেক্টরে গোলাগুলির ঘটনায় পাক সীমান্তরক্ষী বাহিনী পাকিস্তান বর্ডার অ্যাকশন টিমের (ব্যাট) পাঁচ সদস্য নিহত হয়।
সোমবার ভারতীয় সেনাবাহিনী ভিডিওটির ব্যাপারে জানিয়েছে, লাইন অব কন্ট্রোলে ব্যাটের অন্তত পাঁচজন সদস্যের মরদেহ পড়ে আছে। এছাড়াও অস্ত্র সরঞ্জামও ছিল। ভারতে জঙ্গি হামলার চেষ্টায় অনুপ্রবেশের চেষ্টা করছিল নিহত সেনারা। (ভিডিও)
বিডি প্রতিদিন/এ মজুমদার