যুক্তরাষ্ট্রের সাথে পরমাণু ইস্যুতে বৈঠকের আগ্রহ প্রকাশ করার কয়েক ঘণ্টার মধ্যেই দু'টি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ পিয়নগান প্রদেশ থেকে উত্তর কোরিয়া এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া।
সোমবার ক্ষেপণাস্ত্র পরীক্ষার ব্যাপারে মার্কিন প্রশাসনের একজন কর্মকর্তা বলেছেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে আমরা সতর্ক রয়েছি এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এ নিয়ে আমাদের আঞ্চলিক মিত্রদের সঙ্গেও প্রতিনিয়ত আলোচনা করছি।
এদিকে, একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ ও নিষেধাজ্ঞা প্রত্যাহারে ওয়াশিংটনের সঙ্গে পিয়ংইয়ংয়ের বৈঠক পুনরায় শুরুকে জটিল পরিস্থিতিতে ফেলছে।
গত মাসেও দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া। দেশটির সাউথ হ্যামজিঅং প্রদেশের সনডক বিমান ঘাঁটি থেকে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র দুটি উৎক্ষেপণ করা হয়। ৯৭ কিলোমিটার উচ্চতা দিয়ে ক্ষেপণাস্ত্র দুটি ৩৮০ কিলোমিটার দূরে যেয়ে পড়েছে। বিষয়টি নিশ্চত করেছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ।
বিডি প্রতিদিন/এ মজুমদার