পাকিস্তান যখন ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের অধিবাসীদের মানবাধিকার নিয়ে প্রশ্ন তুলছে, তখন স্বয়ং পাকিস্তানের বিরুদ্ধেই মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠছে।
সোমবার জেনেভায় শুরু হয়েছে বিশ্বে মানবাধিকারের সর্বোচ্চ ফোরাম জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৪২তম অধিবেশন।
বেলুচিস্তানে পাকিস্তানের নৃশংসতা ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি তুলে ধরে জেনেভায় জাতিসংঘ অফিসের বাইরে ‘সেভ দ্য বালুচ’ প্যাভিলিয়ন তৈরি করে প্রতিবাদ জানিয়েছে বালুচ হিউম্যান রাইটস কাউন্সিল।
জাতিসংঘ অফিসের বাইরে পাকিস্তানের মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ধরনের পোস্টার ও ব্যানার দেখা গেছে।
এর মধ্য দিয়ে বেলুচিস্তানে পাকিস্তানি বাহিনীর বর্বরতা ও নৃশংসতার প্রতিবাদ জানিয়েছে মানবাধিকার সংগঠনটি।
সূত্র: ফোর নিউজ এজেন্সি, জিনিউজ
বিডি প্রতিদিন/কালাম