বিবাহবিচ্ছেদ চেয়ে আদালতে আবেদন করেছেন যুক্তরাষ্ট্রের আলোচিত রাজনীতিবিদ সারাহ পেলিনের স্বামী।
শুক্রবার আলাস্কার একটি আদালতে এই আবেদন করা হয়েছে। তাতে পুরো নাম উল্লেখ না থাকলেও সবশেষ সন্তানের জন্ম ও বিয়ের তারিখ পেলিন দম্পতির সঙ্গে মিলে গেছে। খবর বিবিসির।
টড মিশেল পেলিন ও সারাহ লুইস পেলিন দুজনেরই বয়স ৫৫ বছর। ১৯৮৮ সালে বিয়ে করা এই দম্পতির পাঁচ সন্তান রয়েছে।
আবেদনে বিচ্ছেদ চাওয়ার কারণ হিসেবে ‘সদ্ভাব বজায় রেখে চলতে না পারার’ কথা উল্লেখ করা হয়েছে।
“তাদের মিলেমিশে থাকতে না পারার বিষয়টি এমন পর্যায়ে পৌঁছেছে যে, স্বামী ও স্ত্রী হিসেবে একসঙ্গে বসবাস করাটা অসম্ভব বলে তারা মনে করছেন,” বলা হয়েছে আবেদনে।
উল্লেখ্য, রিপাবলিকান দলের নেতা সারাহ পেলিন ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত আলাস্কার গভর্নর ছিলেন।
এর মধ্যে ২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইনের রানিংমেট হয়ে আলোচনায় উঠে আসেন তিনি।
তবে ওই নির্বাচনে বারাক ওবামা ও তার রানিংমেট জো বাইডেনের কাছে হেরে যান ম্যাককেইন ও সারাহ পেলিন।
বিডি প্রতিদিন/কালাম