ভারতের অন্ধ্রপ্রদেশে পবিত্র আশুরা উপলক্ষে বিশাল শোভাযাত্রা বের করা হয়। মিছিলটি দেখার জন্য অনেকেই উঠে পড়েন পাশের ভবনের ছাদে। একপর্যায়ে অতিরিক্ত মানুষের চাপে ভবনের ছাদের প্রাচীর ধসে পড়ে।
বার্তা সংস্থা এএনআই ওই ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে, মিছিলরত মানুষের ভিড়ের মধ্যেই ভবনের প্রাচীর ভেঙে বেশ কয়েকজন পড়ে যান। এরপর ভেঙে পড়া প্রাচীরের নিচে চাপা পড়া ব্যক্তিদের দ্রুত উদ্ধার করা হয়।
ওই সময় তাজিয়া মিছিলে এক ধরনের চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মানুষজন হুড়োহুড়ি করতে শুরু করেন। সোমবার রাতের ওই ঘটনায় ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের রাতেই স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
ভিডিও দেখতে এখানে ক্লিক করুন
বিডি প্রতিদিন/কালাম