ইন্দোনেশিয়ান নারী শ্রমিক মহারাণী বিনতে মারজুকি ফেসবুকের কল্যাণে ১১ বছর পর পরিবারের খোঁজ পেয়েছেন। ওই নারীকর্মীর এক নিকট আত্মীয় অপরিচিত একটি ফেসবুক অ্যাকাউন্টে মহারাণীর ছবিটি দেখতে পায়। নিজের কোনো ফেসবুক আইডি না থাকায় আরসি নামের ওই নারীকে মহারাণী তার একটি ছবি ফেসবুকে পোস্ট করতে অনুরোধ করেছিল।
শনিবার মহারাণীর পরিবারের সদস্যরা জানান, ৩০ বছর বয়সী মহারাণী তার হারিয়ে যাওয়া দিনগুলোর বেশিরভাগ সময় যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ায় কাটিয়েছে।
মহারাণী ২০০৮ সালের দিকে সিরিয়ায় যায়। সে সময় যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ায় যাওয়ার পর পরিবারের সাথে মহারাণীর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দীর্ঘ প্রায় এক দশক ধরে কোনভাবেই পরিবারের সাথে মহারাণীর যোগাযোগ করা সম্ভব হয়নি।
এক অপরিচিত নারী তার ফেসবুক আইডিতে মহারাণীর ছবিটি আপলোড দেওয়ার আগে পর্যন্ত তার পরিবারের লোকজন ভেবেছিল সে হয়ত হারিয়ে গেছে নয়ত মারা গেছে। জানা যায়, মহারাণী এখন নিজ দেশ ইন্দোনেশিয়ার জাকার্তায় পৌঁছতে পেরেছেন। সূত্র: জাকার্তা গ্লোব।
বিডি প্রতিদিন/এ মজুমদার