মধ্যপ্রাচ্যের দেশ কাতারে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর যে কমান্ড এতদিন ছিল তা সাময়িকভাবে সরিয়ে দেশে ফিরিয়ে নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে অব্যাহত সামরিক সংঘাতের শঙ্কায় যুক্তরাষ্ট্র তাদের কমান্ডটি সরিয়ে নিচ্ছে বলে ধারনা করা হচ্ছে। ওয়াশিংটন পোস্ট এ খবর দিয়েছে।
মার্কিন প্রশাসন জানিয়েছেন, কমান্ডটি সরিয়ে নিয়ে সাউথ ক্যারোলিনায় নেয়া হয়েছে। তবে এ জন্য কোনো ধরনের পূর্ব ঘোষণা দেয়া হয়নি। এদিকে ঘোষণা না দিয়ে মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের সেনা সরিয়ে নেয়ার ঘটনা গত ১৩ বছরের মধ্যে এটিই প্রথম।
বিডি প্রতিদিন/হিমেল