অপরাধী প্রত্যর্পণ বিল বাতিল ও গণতন্ত্রের দাবিতে গত প্রায় তিনমাস ধরে আন্দোলনে উত্তাল হংকংয়ে নিরবে সামরিক শক্তি বাড়িয়ে চলেছে চীন। হংকংয়ে সরকারবিরোধী বিক্ষোভ শুরুর পর থেকে দ্বিগুন সেনা মোতায়েন করেছে চীন। একইসঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে হংকংয়ে ধরপাকড় শুরু করেছে দেশটির প্রশাসন।
বিদেশি দূত ও নিরাপত্তা বিশেষজ্ঞদের তথ্যমতে, হংকংয়ে বর্তমানে স্বাভাবিকের চেয়ে বেশি চীনা সেনা মোতায়েন রয়েছে। সোমবার, ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের একটি অনুসন্ধানী প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। এর আগে, বিক্ষোভ শুরুর আগে হংকংয়ে চীনের তিন থেকে পাঁচ হাজার সেনা ছিল। বিক্ষোভ শুরুর পর থেকে স্বায়ত্ত্বশাসিত এই অঞ্চলটিতে দশ থেকে বারো হাজার সেনা মোতায়েন করা হয়েছে।
এদিকে, চীনের কমিউনিস্ট পার্টির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে সহিংসতার আশঙ্কায় অন্তত দুজন নেতৃস্থানীয় আন্দোলনকারীকে গ্রেফতার করেছে হংকংয়ের পুলিশ। সোমবার সিভিল হিউম্যান রাইটস ফ্রন্টের আয়োজনে একটি বড় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পুলিশ ওই সমাবেশকে নিষিদ্ধ করে দুজন নেতাকে গ্রেফতার করে। এছাড়া রবিবার শতাধিক বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
বিডি-প্রতিদিন/শফিক