চীনের পূর্বাঞ্চলীয় ঝেচিয়াং প্রদেশের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৯ জন নিহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ সোমবার জাানিয়েছে, ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিত্যপ্রয়োজনীয় পণ্য উৎপাদনকারী ওই কারখানায় কিভাবে আগুন লেগেছে তাই নিয়ে তদন্ত শুরু হয়েছে।
কারখানা থেকে আট জনকে উদ্ধার করা হয়েছে এরমধ্যে তিনজনকে মারাত্মক আহত অবস্থায় চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি যখন ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে যাচ্ছে তখন এই দুর্ঘটনা ঘটলো। চীনের কারখানায় এ ধরনের বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের ঘটনা অনেকটা সাধারণ বিষয়। গত মার্চ মাসে জিয়াংসু প্রদেশের এক রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৭৮ জন নিহত এবং কয়েকশ মানুষ আহত হয়েছিল।
এদিকে, পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশে গত শনিবার এক বাস দুর্ঘটনায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। সূত্র : পার্সটুডে।
বিডি-প্রতিদিন/শফিক