ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি বলেছেন, তার দেশ শত্রুর সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে। তিনি সোমবার তেহরানে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কমান্ডারদের ২৩তম জাতীয় সমাবেশে ভাষণ দিতে গিয়ে একথা বলেন।
জেনারেল বাকেরি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের শত্রুরা এখন একথা ভালোভাবে উপলব্ধি করেছে যে, তাদের মোকাবিলা করার জন্য এদেশের সশস্ত্র বাহিনী সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে এবং দেশ, জনগণ ও বিপ্লবকে রক্ষা করার জন্য সর্বোচ্চ আত্মত্যাগে প্রস্তুত রয়েছে।
ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান বলেন, মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী দেশ হিসেবে এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করার দায়িত্ব এখন ইরানের। তবে তেহরান কারো সঙ্গে যুদ্ধ চায় না এবং কোনো দেশের বিরুদ্ধে আগ্রাসন চালিয়ে মধ্যপ্রাচ্যের নিরাপত্তাও বিপন্ন করবে না বলে তিনি জোর দিয়ে উল্লেখ করেন। শত্রুর ষড়যন্ত্র ও আগ্রাসন রুখে দিতে আইআরজিসি’র উল্লেখযোগ্য ভূমিকার কারণে পশ্চিমা বিশ্ব এই বাহিনীর বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে রয়েছে বলে জানান জেনারেল বাকেরি।
এক্ষেত্রে কিছু উদাহরণ তুলে ধরে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের প্রতিরোধ ফ্রন্টের প্রতি সমর্থন, এ অঞ্চলে ছড়িয়ে পড়া তাকফিরি সন্ত্রাসবাদ দমন ও প্রক্সি যুদ্ধের বিস্তার রোধ, ইরানের ইসলামি বিপ্লব বিরোধী গোষ্ঠীগুলোকে দমন, আমেরিকার গোয়েন্দা ড্রোন ভূপাতিত করা এবং আইন লঙ্ঘনকারী ব্রিটিশ তেল ট্যাংকার আটক ছিল আইআরজিসি’র শক্তিমত্তার সামান্য কিছু উদাহরণ। দেশের নিরাপত্তা রক্ষায় এই বাহিনী কতটা শক্তিশালী তা কেবল আগ্রাসী বাহিনীই উপলব্ধি করবে বলে তিনি মন্তব্য করেন। সূত্র : পার্সটুডে।
বিডি-প্রতিদিন/শফিক