ভারতের গুজরাটে বাস উল্টে অন্তত ২১ যাত্রী নিহত ও আহত হয়েছেন ৫০ জনের বেশি। সোমবার রাজ্যটির বানসকণ্ঠ জেলা শহরের ত্রিশুলিয়া ঘাটের কাছে এ ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদমাধ্যম বলছে, বাসটিতে ৭০ জনের বেশি যাত্রী ছিলেন। তারা আম্বাজিতে মন্দিরে প্রার্থনা শেষে ফিরছিলেন।
জেলার অতিরিক্ত স্বাস্থ্য কর্মকর্তা এসজি শাহ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পৌঁছেছেন। উদ্ধার অভিযান চলছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ