১ অক্টোবর, ২০১৯ ০৯:৫৮

খাশোগিকে হত্যার নির্দেশের কথা ফের অস্বীকার যুবরাজ সালমানের

অনলাইন ডেস্ক

খাশোগিকে হত্যার নির্দেশের কথা ফের অস্বীকার যুবরাজ সালমানের

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান

তুরস্কের ইস্তাম্বুলের সৌদি দূতাবাসে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ আবারও অস্বীকার করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। 

যদিও এর আগে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘খাশোগি হত্যার সব দায় আমার। কারণ এটা আমার দায়িত্বের অধীনেই ঘটেছে।’

এদিকে, যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ নাকচ করে বলেন, রাষ্ট্রীয় নেতা হিসেবে হত্যাকাণ্ডের ব্যাপারে তিনি ‘আরও দায়িত্ব’ নেবেন।

সাক্ষাৎকারে সালমান বলেন, সৌদি সরকারের হয়ে কাজ করা ব্যক্তিদের দ্বারা এই হত্যাকাণ্ড সংঘটিত হওয়ায় সৌদি নেতা হিসেবে আমি এর সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছি। তবে হত্যাকাণ্ডের নির্দেশ দেওয়ার অভিযোগ এবং ওই সময় এ ব্যাপারে তার কাছে কোনো তথ্য থাকার বিষয়টি নাকচ করে দেন তিনি।

গত বছরের ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি দূতাবাসে গিয়ে হত্যার শিকার হন ওয়াশিংটন পোস্টের কলাম লেখক জামাল খাশোগি। 

তুরস্কের পক্ষ থেকে খাশোগি হত্যায় ১৫ জনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়। পরে আন্তর্জাতিক চাপের মুখে ১১ জনকে চিহ্নিত করে নিজ দেশে বিচারের মুখোমুখি করার কথা জানায় সৌদি কর্তৃপক্ষ।

খাশোগি সৌদি যুবরাজ সালমান ও রাজতন্ত্রের কঠোর সমালোচক ছিলেন। যুবরাজ সালমানের নির্দেশে খাশোগিকে হত্যা করা হয়েছে বলে পশ্চিমা গণমাধ্যমের দাবি। তবে খাশোগি হত্যায় সালমানের নির্দেশ বা জড়িত থাকার কথা অস্বীকার করেছেন সৌদি কর্মকর্তারা।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর