৫ আগস্ট জম্মু-কাশ্মীরের জন্যে তৈরি ৩৭০ ধারা বাতিল হওয়ার আগে এবং পরে সন্দেহভাজন যে ২০০০ থেকে ২৫০০ কাশ্মীরিকে আটক করা হয়েছিল, তাদের মধ্যে এখন মাত্র ২০০ জন আটক রয়েছেন। এমনটাই জানিয়েছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জাতীয় সাধারণ সচিব রাম মাধব।
সোমবার একটি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে রাম মাধব বলেন, ‘এই মুহূর্তে জম্মু-কাশ্মীরে মাত্র ২০০-২৫০ জন ডিটেনশনে রয়েছেন। আইনশৃঙ্খলা বজায় রাখতেই এই পদক্ষেপ। তবে তাদের কোনওভাবে অসম্মান করা হচ্ছে না। কেউ কেউ পাঁচতারা গেস্ট হাউসে রয়েছেন, আবার কেউ পাঁচতারা হোটেলে।’
উপত্যাকার পরিস্থিতি ধীর গতিতে স্বাভাবিক হতে শুরু করলেও এখনও ইন্টারনেট বা মোবাইল সেবা চালুর অনুমতি দেওয়া হয়নি।
আর এসবের মধ্যেই রবিবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে জম্মু-কাশ্মীরের ব্লক ডেভলপমেন্ট কাউন্সিলের চেয়ারপারসন নির্বাচনের জন্যে ২৪ অক্টোবর ভোট হবে।
শ্রীনগরে আয়োজিত একটি সাংবাদিক বৈঠকে নির্বাচনের দিন ঘোষণা করেন মুখ্য নির্বাচন কর্মকর্তা শৈলেন্দ্র কুমার। মোট ৩১০টি ব্লক ডেভলপমেন্ট কাউন্সিলের চেয়ারপারসন নির্বাচিত হবেন এই ভোটে।
সূত্র: এই সময়
বিডি প্রতিদিন/কালাম