যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া আগামী শনিবার ফের পরমাণু আলোচনায় বসছে। উত্তর কোরিয়ার পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী চোই সন হুই মঙ্গলবার এই কথা জানান বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা এপি।
উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণের বিনিময়ে দেশটির ওপর আরোপিত যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করা নিয়ে উভয় দেশের মধ্যে বিরাজমান এক মাসের অচলাবস্থার পর আলোচনার বিষয়টি সামনে এলো।
চোই জানান, শনিবারের ওয়ার্কিং-লেভেলের আলোচনার আগে শুক্রবার প্রাথমিক যোগাযোগ করবে উভয় দেশ। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, আলোচনা ফলপ্রসূ হবে বলে আশাবাদী চোই।
তবে এই ওয়ার্কিং-লেভেলে আলোচনা কোথায় অনুষ্ঠিত হবে বিবৃতিটিতে জানাননি চোই। তিনি বলেন, আমার প্রত্যাশা হলো এই আলোচনার ফলে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যকার সম্পর্কের ইতিবাচক উন্নয়ন হবে।
উত্তর কোরিয়ার এই কূটনীতিক বিবৃতিটিতে দেশটির সাবেক নাম ডেমোক্র্যাটিক পিপল’স রিপাবলিক অব কোরিয়া (ডিপিআরকে) ব্যবহার করেছেন। এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলোচনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নারী মুখপাত্র মরগ্যান অরট্যাগাস বলেন, আমি নিশ্চিত করতে পারি যে যুক্তরাষ্ট্র ও ডিপিআরকে পরবর্তী সপ্তাহের মধ্যে আলোচনায় বসবে। আমি এটি সম্পর্কে বিস্তারিত জানাতে পারবো না।
বিডি প্রতিদিন/আরাফাত