কমিউনিস্ট শাসনের ৭০ বছর পূর্তি'র দিনে হংকংয়ের রাস্তায় চীনবিরোধী বিক্ষোভে নেমেছে লাখ লাখ মানুষ।
জাতীয় দিবসকে ‘শোক দিবস’ হিসেবে পালনের ঘোষণা দিয়েছে তারা। দিনের শুরুতে প্রায় ১০ লাখ মানুষ বিশাল বিক্ষোভ র্যালিতে নামেন।
দিন গড়ানোর পরপরই বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় পুলিশ। কোথাও কোথাও গণতন্ত্রকামী বিক্ষোভকারীদের ওপর গুলি ছুড়েছে পুলিশ। এতে এক বিক্ষোভকারী গুলিবিদ্ধ হয়েছেন।
পাশাপাশি টিয়ারগ্যাস, রাবার বুলেট ও পেপার স্প্রে নিক্ষেপ করে তারা। পাল্টা ইট-পাথর ও পেট্রোলবোমা ছুড়ে তার জবাব দিয়েছেন বিক্ষোভকারীরা। গুলি না ছুড়ে সংলাপ বহাল রাখার ওপরই জোর দেয়ার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, অন্তত দুই ডজন বিক্ষোভকারী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
বিডি প্রতিদিন/আরাফাত