ধর্ষণে অভিযুক্ত হয়ে নেপালের স্পিকার কৃষ্ণ বাহাদুর মহারা পদত্যাগ করেছেন। সংসদ সচিবালয়ের এক নারী সহকর্মী তার বিরুদ্ধে এ ধর্ষণের অভিযোগ তোলেন। এ প্রেক্ষিতে তিনি গতকাল মঙ্গলবার পদত্যাগ করেন। খবর নিউইয়র্ক টাইমস'র।
নেপালে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির জ্যেষ্ঠ সদস্য স্পিকার কৃষ্ণ বাহাদুর মহারা বলেন, গণমাধ্যমে খবরে প্রকাশিত তার বিরুদ্ধে ওঠা সহকর্মীকে ধর্ষণের অভিযোগের নিরপেক্ষ ও স্বাধীন তদন্তের স্বার্থে তিনি পদত্যাগ করলেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তা কার্যকর থাকবে।
নেপালে কয়েক যুগ ধরে চলা মাওবাদী বিদ্রোহীদের একজন প্রথম সারির নেতা ছিলেন স্পিকার কৃষ্ণ বাহাদুর। তিনি এর আগে দেশটির সহকারী প্রধানমন্ত্রীসহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বিডি প্রতিদিন/হিমেল