পৃথিবীর সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ডে একটি কলেজে হামলার ঘটনা ঘটেছে। দেশটির কুওপিও শহরে একটি ভকেশনাল কলেজে এ ঘটনা ঘটে। এতে একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেফতারও করেছে পুলিশ। খবর দ্য গার্ডিয়ান’র।
স্থানীয় পুলিশ জানিয়েছে, শহরের হারমান মলে অবস্থিত একটি ভোকেশনাল কলেজের চত্বরে সহিংসতার ঘটনা ঘটেছে। ধারালো অস্ত্র নিয়ে এক যুবক শ্রেণিকক্ষে এ হামলা চালায়। দেশটির স্থানীয় কর্মকর্তারা ঘটনায় জড়িত সন্দেহে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন। তারাও এও বলেছেন, সহিংসতায় আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, চলতি বছরের মার্চে জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক বিভাগের জরিপে বিশ্বের সবচেয়ে সুখী দেশের খেতাব অর্জন করেছিল ফিনল্যান্ড। এর আগের জরিপেও ফিনল্যান্ডের দখলেই ছিল এ খেতাব।
বিডি প্রতিদিন/হিমেল