মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশকারী অভিবাসীদের ঠেকাতে তাদের পায়ে গুলি করার পরামর্শ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
চলতি বছরের মার্চে হোয়াইট হাউজে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ট্রাম্প এ মন্তব্য করেন। অভিবাসীদের অনুপ্রবেশ ঠেকাতে ট্রাম্প মরিয়া হয়ে ওঠেন বলে জানান, ওই বৈঠকে উপস্থিত থাকা তৎকালীন অভিবাসী ও শুল্ক বিভাগের পরিচালক থমাস ড. হোমান।
অভিবাসী বিষয়ে অবৈধ ও অমানবিক কোন সিদ্ধান্ত না নিতে সেসময় ট্রাম্পকে পরামর্শ দিলে তিনি তার বিরোধীদের পদচ্যুত করতে চেয়েছিলেন।
মঙ্গলবার নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
বৈঠকে অভিবাসীদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় মেক্সিকো সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেয়ার নির্দেশও দিয়েছিলেন ট্রাম্প।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন