যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার ঘোষণা দিয়েও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। বুধবার একটি প্রজেক্টাইল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে পিয়ংইয়ং। খবর আল জাজিরা'র।
দক্ষিণ কোরিয়ায় যৌথ বাহিনীর প্রধান জানিয়েছেন, বুধবার সকালে উত্তর কোরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কাংওন প্রদেশের ওনসান বন্দরের কাছে ওই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। এটি ৪৫০ কিলোমিটার দূরত্বে গিয়ে জাপান সাগরে পড়েছে।
এক বিবৃতিতে জাপানের উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়া সম্ভবত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। সাগরে থাকা বিভিন্ন জাহাজকে সতর্ক থাকতে বলা হয়েছে। জাপান সরকারের মুখপাত্র ইয়োসিহাইড সুগা বলেন, কয়েক মিনিটের ব্যবধানে উত্তর কোরিয়া দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি জাপানের এক্সক্লুসিভ ইকোনমিক জোনে (ইইজেড) পড়েছে।
বিডি প্রতিদিন/হিমেল