সবকিছু ঠিক থাকলে ৩১ অক্টোবর বিশ্বের অন্যতম বৃহত্তম জোট ইউরোপিয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাবে ব্রিটেন। আগামী ১৭ অক্টোবর ইইউর সম্মেলন। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন আগেই জানিয়েছেন, তিনি কোনো পরিস্থিতিতেই ব্রেক্সিট পেছাতে চান না। আগামী বছর দেশকে এগিয়ে নিতে হলে ব্রেক্সিটের কোনো বিকল্প নেই।
আজ বুধবার কনজারভেটিভ পার্টির বার্ষিক সম্মেলনে বরিস জনসন ব্রেক্সিটের চূড়ান্ত পরিকল্পনা তুলে ধরবেন। এ পরিকল্পনার মধ্যে 'ব্রেক্সিটের পরও উত্তর আয়ারল্যান্ড (ব্রিটেনের একটি রাজ্য) ইইউর সাথে কমপক্ষে ৫ বছর (২০২৫ সাল পর্যন্ত) বিশেষ সম্পর্কে আবদ্ধ থাকবে' এমন প্রস্তাবনা রাখা হয়েছে।
গতকাল মঙ্গলবার ডেইলি টেলিগ্রাফ এ খবর প্রকাশ করেছে। উত্তর আয়ারল্যান্ডের ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টি এ প্রস্তাবে সন্তুষ্ট বলে খবর প্রকাশ করেছে গার্ডিয়ান।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/ফারজানা