মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকীতে বুধবার দিল্লির রাজঘাটে শ্রদ্ধা জানাতে গিয়ে বিজেপি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) এর তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। তিনি বলেন, ‘গত কয়েক বছর ধরে বিজেপির ভারতে যা চলছে, তাতে মহাত্মার আত্মা যন্ত্রণা পেয়েছে।’
এই অনুষ্ঠানে সোনিয়া আরও বলেন, ‘যারা গান্ধীজির আত্মত্যাগকে বুঝতেই পারে না, তাদের মাফ করা যাবে কী ভাবে! যারা শুধু মিথ্যার উপর ভিত্তি করেই রাজনীতি করে, তাদের পক্ষে গান্ধীজির অহিংসার দর্শন বোঝা সম্ভব নয়।’
বিজেপি-র মতাদর্শগত ভিত যে আরএসএস, তা নিয়েও কটাক্ষ করেন সোনিয়া। বলেন, ‘ভারতবর্ষ আর গান্ধীজি সমার্থক। কিন্তু এখন কেউ কেউ বলতে চায় ভারতবর্ষ আর আরএসএস সমার্থক।’ কংগ্রেস কর্মীদের উদ্দেশে সভানেত্রীর বার্তা, ‘মহাত্মার চিন্তা, মতাদর্শ বাঁচিয়ে রাখতে আপনাদেরই ভূমিকা নিতে হবে।’ সূত্র : এনডিটিভি।
বিডি-প্রতিদিন/শফিক