ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতি মস্কোর সমর্থন পুনর্ব্যক্ত করতে আজ কারাকাস সফরে গেছেন রাশিয়ার উপপ্রধানমন্ত্রী ইউরি বোরিসভ। ক্ষমতা থেকে সরে যেতে পাশ্চাত্যের পক্ষ থেকে মাদুরোর ওপর ব্যাপক চাপ সত্ত্বেও রাশিয়ার সমর্থনে এখনো ক্ষমতায় টিকে আছেন তিনি।
পাশ্চাত্যের অবরোধের মুখে ভেনিজুয়েলার অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে ২০০৬ সাল থেকে এ পর্যন্ত রাশিয়া দেশটির সরকার এবং রাষ্ট্রীয় তেল কোম্পানি রোসনেফ্টকে ১৭ হাজার কোটি ডলার ঋণ দিয়েছে। বরিসভের নেতৃত্বে রাশিয়া-ভেনিজুয়েলা আন্তঃসরকারি কমিশনের বৈঠকে ভেনিজুয়েলার ভাইস প্রেসিডেন্ট তেরেক এল আইসামি মার্কিন নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে তার দেশের তেল রপ্তানীতে সহায়তা দেয়ার জন্য মস্কোকে ধন্যবাদ জানিয়েছেন।
ভাইস প্রেসিডেন্ট আইসামি বলেন, রাশিয়া-ভেনিজুয়েলার মধ্যে সম্পর্ক এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। আমরা ইতিমধ্যে প্রমাণ করেছি যে সমস্যার মধ্যে থেকেও আমরা একত্রে অগ্রসর হতে পারি। তিনি আরো বলেন, আধিপত্যকামী দেশগুলোর অবরোধ এবং আগ্রসন মোকাবেলায় দুই দেশের রাজনৈতিক এবং কূটনৈতিক সমন্বয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বৈঠকে প্রেসিডেন্ট মাদুরোর প্রতি মস্কোর সমর্থন ও সহযোগিতা অব্যাহত থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বরিসভ। তিনি বলেন,দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়তে থাকায় এটা প্রমাণিত যে প্রেসিডেন্ট মাদুরো সরকার বৈধ।
গত ২৩ জানুয়ারি আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর প্রকাশ্য সমর্থন নিয়ে দেশটির বিরোধী নেতা হুয়ান গুয়াইদো নিজেকে ভেনিজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট দাবি করেন। পশ্চিমা দেশগুলো সঙ্গে সঙ্গে ৩৫ বছর বয়সি গুয়াইদো’কে দেশটির প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয়। এরপর থেকে মার্কিন সরকার ভেনিজুয়েলার সেনাবাহিনীকে নিকোলাস মাদুরো সরকারের বিরুদ্ধে লেলিয়ে দেয়ার আপ্রাণ চেষ্টা করে এসেছে।
বিডি প্রতিদিন/আরাফাত